আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) সাভার এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট (বিবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছে।আজ আমরা আর্মি আইবিএ,সাভার এর ভর্তি যোগ্যতা,আবেদনের সময়সূচী,আবেদন ফি,ভর্তি পরীক্ষার সময়সূচী,মানবন্টন,পড়ালেখার খরচ বা টিউশন ফি,স্কলারশিপ,ওয়েভার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সম্পর্কে আলোচনা করব।২০২৫-২৬ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ দেখুন এক জায়গায়।
আর্মি আইবিএ সাভার আবেদনের সময়সীমা
আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রোজ রবিবার দুপুর ১২ টা থেকে আর্মি আইবিএ এর আবেদন শুরু হবে যা শেষ হবে ১০ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ শনিবার বিকাল ৪ টায়।ভর্তিচ্ছুদেরকে উক্ত সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে।এই নির্দিষ্ট সময়ের পরে আর কারও আবেদন গ্রহণ করা হবে না।আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।
আরও দেখুন:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ২০২৫-২৬।
আর্মি আইবিএ সাভার ভর্তি পরীক্ষার সময়সূচী
আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষাটি ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত।আর ১৩ জানুয়ারি ২০২৬ থেকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা পর্যন্ত অনলাইন থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
আর্মি আইবিএ সাভার আবেদন যোগ্যতা
- সর্বপ্রথম অবশ্যই আবেদনকারীকে একজন বাংলাদেশি নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- এইচএসসি বা সমমান পরীক্ষায়ও কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
অথবা,
- ‘ও’ লেভেল বা IGCSE তে ন্যূনতম ৫ টি বিষয়ে (গণিত বাধ্যতামুলক) উত্তীর্ণ হতে হবে এবং GCE ‘এ’ লেভেল বা IAL এ ন্যূনতম ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
- ‘ও’ লেভেল বা IGCSE ও GCE ‘এ’ লেভেল বা IAL এর ৭ টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪ টি বিষয়ে A গ্রেড থাকতে হবে।
- ‘ও’ লেভেল বা IGCSE ও GCE ‘এ’ লেভেল বা IAL এর ৭ টি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যূনতম C গ্রেড থাকতে হবে।
আর্মি আইবিএ সাভারে আসন সংখ্যা
এ বছর আর্মি আইবিএ সাভারে আন্ডারগ্রাজুয়েট (বিবিএ) প্রোগ্রামে মোট ১২০ জনকে ভর্তি নেওয়া হবে।এই ১২০ টি আসন পূরণ করা হবে সম্পূর্ণ মেধাকে অগ্রাধিকার দিয়ে।অর্থাৎ কোনো ধরনের কোটা এই ১২০ টি সিটের অন্তর্ভুক্ত নয়।
আর্মি আইবিএ সাভারে ভর্তি পরীক্ষার মানবন্টন
AIBA তে মুলত দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।এর মধ্যে যারা প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মধ্যে মেধা তালিকায় এগিয়ে থাকা প্রথম ২৫০ জনকে দ্বিতীয় ধাপে পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।প্রথম ধাপে ১০০ নম্বরের একটি পরীক্ষা হয়ে থাকে যার মধ্যে ৭৫ নম্বর MCQ এবং ২৫ নম্বর থাকে রিটেন।তো চলো দেখি প্রথম ধাপের পরীক্ষার মানবন্টন-
প্রথম ধাপ
| Subject | Number |
|---|---|
| Mathematics | 30 |
| Analytical Ability | 20 |
| Language and Communication | 25 |
| Argumentative writing/Descriptive writing/ Critical writing/Thematic writeup etc | 25 |
| Total | 100 |
দ্বিতীয় ধাপ
এই ধাপে শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের উপর পরীক্ষা হবে।এই পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র,এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট সাথে করে নিয়ে আসতে হবে।
| Subject | Number |
|---|---|
| communication skill | 20 |
আর্মি আইবিএ তে পড়ালেখার খরচ
এখানে পড়ালেখার খরচটা একটু বেশি।৪ বছর মেয়াদী আন্ডারগ্রাজুয়েট (বিবিএ) প্রোগ্রামে মোট ৮ টি সেমিস্টার রয়েছে।৮ টি সেমিস্টারের ফি সহ আনুষাঙ্গিক সবকিছু মিলিয়ে ৪ বছরে মোট খরচ পড়বে ৬ লক্ষ ২৫ হাজার টাকা।তবে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই।বিভিন্ন শর্তের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ ও ওয়েভারের সুবিধা।
আর্মি আইবিএ সাভার স্কলারশিপ সুবিধা
ফলাফলের উপর ভিত্তি করে আন্ডারগ্রাজুয়েট (বিবিএ) প্রোগ্রামের শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট হারে স্কলারশিপ দেয়া হয় যা তার পড়ালেখার জার্নিকে আরও স্মুথ করে।
| Result | Scholarship |
|---|---|
| CGPA ≥ 3.90 | 30% |
| CGPA ≥ 3.85 | 20% |
| CGPA ≥ 3.80 | 10% |
আর্মি আইবিএ সাভার ওয়েভার সুবিধা
বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে ওয়েভার সুবিধা দেওয়া হয়।চলুন এক নজরে দেখে নিই শর্তগুলো কি এবং ওয়েভারের পরিমাণ কত-
| শর্ত | ওয়েভার |
|---|---|
| সাবেক ও বর্তমান আর্মড আর্মড ফোর্সের সন্তান | ৫০% |
| বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত কলেজের সাবেক শিক্ষার্থী হলে | ৫০% |
| এইচএসসি বা সমমান পরীক্ষায় A+ পেলে | ৫০% |
| মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি | ৫০% |
| শিক্ষার্থীর ভাই বোন পূর্বে এখানে পড়াশোনা করে থাকলে | ৫০% |
আর্মি আইবিএ তে পড়ার সুবিধা কি
আইবিএ তে পড়ার অনেক সুবিধাই রয়েছে।সেখান থেকে কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্রের সুবিধা নিয়ে আমরা এখন একটা গঠনমূলক আলোচনা করব।তো শুরু করা যাক-
চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা
আর্মি আইবিএ থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতায় অন্যদের থেকে কিছুটা এগিয়ে থাকে।কারণ আইবিএ’র পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি এবং আইবিএ’র পরীক্ষা ও চাকরির পরীক্ষা অনেকটা একইরকম।তাই যারা আইবিএ তে যারা পড়েন তারা অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে বাকিদের তুলনায় একটু হলেও বাড়তি সুবিধা পেয়ে থাকেন।তাই আইবিএ তে চান্স পেলে ভালো চাকরি সহ একটি উন্নত ক্যারিয়ার গড়ার দিকে অন্য সবার থেকে এক পা এগিয়ে থাকা হলো।
উচ্চ মানের শিক্ষা ব্যবস্থা
আর্মি আইবিএ‘র সম্মানিত শিক্ষকমণ্ডলী অনেক বেশি কোয়ালিফাইড ও রিসোর্সফুল।তাই শিক্ষার্থীরা তাদের কাছে পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও বাস্তব জীবনে কিভাবে একটি প্রতিষ্ঠানকে মেইনটেইন করতে হয়, কিভাবে একটি প্রতিষ্ঠানকে উন্নতির শীর্ষ পর্যায়ে পৌছাতে হয় সে সম্পর্কেও বাস্তব ধারণা পাবে।এছাড়াও আইবিএ কারিকুলাম জব মার্কেটের সাথে তাল মিলিয়ে নিয়মিতভাবে পরিবর্তিত হয়।
অনেক শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক
বাংলাদেশে বড় বড় কর্পোরেট হাউজগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তার অধিকাংশই আইবিএ ব্যাকগ্রাউন্ডের।আর্মি আইবিএ’র অ্যালামনাইরা দেশের ব্যাংকিং,আইটি,মাল্টিন্যাশনাল সহ বিভিন্ন খাতে নেতৃত্ব দিচ্ছে।এছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।তাই আইবিএ তে চান্স পাওয়া মাত্রই আপনি দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের একটি অংশ হয়ে যাবেন।
আর্মি আইবিএ নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন
শিক্ষার্থীদের কৌতুহলের তালিকায় আইবিএ সবসময় শীর্ষে থাকে।আর যদি তা হয় আর্মি আইবিএ তাহলে তো কোনো কথা নাই।তাই নিচে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যা শিক্ষার্থীরা প্রায়ই করে থাকে।
আর্মি আইবিএ কি
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত BUP বা Bangladesh University of Professionals অধিভুক্ত একটি ইনস্টিটিউট যা সাভার সেনানিবাসে অবস্থিত।২০১৫ সালের ৫ মার্চ এর উদ্ভোদন করা হয়।
আর্মি আইবিএ কি পাবলিক
হ্যাঁ।আর্মি আইবিএ BUP এর অধিভুক্ত একটি ইনস্টিটিউট ঠিক যেমন MIST বা AFMC বিইউপি’র অধিভুক্ত।
বিজ্ঞান বা মানবিক বিভাগের শিক্ষার্থীরা কি এখানে পড়তে পারবে
হ্যাঁ,পারবে।

