ফেসবুক মেটা চশমা বর্তমান যুগে এক অনন্যময় একটি প্রযুক্তি নিয়ে আসছে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ তার মেটা কোম্পানির মাধ্যমে এই চশমাটি তৈরি করা হয়েছে
ফেসবুক AI মেটা চশমা কি ?
ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ তার মেটা কোম্পানির মাধ্যমে নতুন এক প্রযুক্তির সাহায্যে ১৭ অক্টোবর, ২০২৩ সালে সর্বপ্রথম Ray-Ban Meta চশমা বাজারে নিয়ে আসেন। এই চশমা ব্যবহারের মাধ্যমে আমরা যেকোনো ধরনের ছবি তুলতে পারব অডিও ভিডিও রেকর্ড করতে পারবো কল দিতে পারব রিসিভ করতে পারবো গান শুনতে পারব ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং করতে পারবো এবং আমরা AI কে প্রশ্ন করে যেকোনো উত্তর জানতে পারবো ।
তাছাড়া Meta Ray-Ban Display” (ডিসপ্লে যুক্ত মডেল) নামক নতুন ফিচার নিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আপডেট ভার্সন বাজারে নিয়ে এসেছে যার কার্যকারিতা পূর্বের তুলনায় আরো অনেক বেশি সমৃদ্ধ হয়েছে।
রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস ray-ban meta glasses
এটি একটি প্রযুক্তিসম্পন্ন উন্নত মানের চশমা যা শুধু দেখার জন্য ব্যবহার করা হয় না বরং — এতে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সুবিধা।
- এই চশমা তে ব্যাবহার করা হয়েছে আল্ট্রা-ওয়াইড ১২ মেগাপিক্সেল ক্যামেরা HD ছবি ও ১,০৮০ পিক্সেল ভিডিও ৬০ সেকেন্ড পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম।
- অডিও সিস্টেমে ওপেন-ইয়ার স্পিকার ও অ্যারে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
- টাচ নিয়ন্ত্রনের জন্য রয়েছে টাচ প্যাড তাছাড়া Processor হিসাবে ব্যাবহার করা হয়েছে Qualcomm Snapdragon AR1 Gen1 & বর্তমানে আপডেট ভার্সনে ব্যবহার করছে Gen 2।
- ছোট আকৃতির একটি ১৫৪ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফেসবুক AI মেটা এই চশমা টি পূর্ণ চার্জ হতে প্রায় সময় লাগে ৭৫ মিনিট এবং একবার সম্পূর্ণ চার্জে চশমা টি প্রায় ৪ ঘন্টা ব্যবহার করা যায়।
Ray-ban meta glasses price in bangladesh
ফেসবুকের এই AI মেটা চশমাটির বিভিন্ন মডেল বেঁধে বিভিন্ন প্রাইজ রয়েছে তার ভিতরে কিছু মডেল বাংলাদেশেও এসেছে সেগুলোর প্রাইস এক এক অনলাইন শপে বা একেক দোকানে কিছুটা তারতম্য রয়েছে আমি নিচে কিছু ওয়েবসাইটের লিংক দিচ্ছি প্রাইস অনুসারে।
- Apple gadgets bd অনলাইন শপে বিক্রি হচ্ছে:Ray-Ban Meta Wayfarer Smart Glasses মূল্য 56500 টাকা মাত্র
- startech অনলাইন শপে বিক্রি হচ্ছে:Ray-Ban Meta Wayfarer Smart Glasses মূল্য: 52,500 টাকা মাত্র

