ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব কর্তৃক প্রতি বছর বিজয় দিবস আসলেই একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়।যেখানে সাবেক ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে খেলে। এ বছরেও তা ব্যতিক্রম নয়।তবে এ বছরে সাবেক ক্রিকেটারদের বদলে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে এই ম্যাচটি। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।ম্যাচটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন।বিপিএল ২০২৬ পূর্ণাঙ্গ সময়সূচি দেখতে ক্লিক করুন।
কোন দুটি দল খেলবে
জাতীয় দলে বর্তমানে খেলছে এমন প্লেয়ারদের নিয়ে আয়োজিত হবে ম্যাচটি যার নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। জাতীয় দলের অন্তর্ভুক্ত প্লেয়ারদেরকে দুটি দলে ভাগ করা হয়েছে।একটির নাম দেওয়া হয়েছে অদম্য ও অপরটির নাম অপরাজেয়।টিম অদম্যের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে মেহেদী হাসান মিরাজ কে এবং টিম অপরাজেয় এর অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।উভয় দলের জন্য মোট ১২ জন করে স্কোয়াড নির্ধারণ করে দেওয়া হয়েছে।চলুন তাহলে টিম দুটোর স্কোয়াড দেখে আসি।
আরও দেখুন: রংপুর রাইডার্স খেলোয়াড় তালিকা 2026
স্কোয়াড অদম্য
- মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক)
- সৌম্য সরকার
- তানজিদ হাসান তামিম
- তাওহীদ হৃদয়
- হাবিবুর রহমান সোহান
- মোহাম্মদ সাইফুদ্দিন
- আকবর আলী
- আফিফ হোসেন ধ্রুব
- হাসান মাহমুদ
- তানভীর ইসলাম
- শরিফুল ইসলাম
- মাহিদুল ইসলাম অংকন
স্কোয়াড অপরাজেয়
- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
- পারভেজ হোসেন ইমন
- মাহমুদুল হাসান জয়
- শামীম হোসাইন পাটোয়ারী
- জাকের আলী অনিক
- নুরুল হাসান সোহান
- শেখ মেহেদী
- নাসুম আহমেদ
- তানজিম হাসান সাকিব
- মোহাম্মদ মিথুন
- নাহিদ রানা
- আব্দুল গাফফার সাকলাইন
ম্যাচের সময়সূচী
কোয়াব কর্তৃক আয়োজিত এই ম্যাচটি আগামী ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।উক্ত ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান।দর্শকরা চাইলে সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলাটি উপভোগ করতে পারবে।
ম্যাচের টিকিট
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে।তবে সুসংবাদ হলো অত্যন্ত কম মূল্য টিকিট কিনে স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।মাত্র ১০০ টাকায় মিলবে এ ম্যাচ দেখার টিকিট।টিকিট কিনতে এখানে ক্লিক করুন।

