রেকর্ড দামে আইপিএল নিলামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান ২০২৬

মোস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬

আইপিএল ২০২৬ এর মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ ১৬ই ডিসেম্বর।বিকাল ৪ টায় নিলাম শুরু হয় আবুধাবির শহর দুবাইয়ে।এবারের নিলামে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে চুড়ান্ত তালিকায় নাম উঠেছে ৭ জনের।তবে নিলাম শুরু হওয়ার ৩ ঘন্টা অতিক্রম হলেও বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে কোনো প্লেয়ারের নাম উঠে নাই।মানুষের মনে গুঞ্জন উঠে গেল হয়তোবা দুই দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার জন্যই বাংলাদেশি খেলোয়াড়দের নাম উঠছে না।অবশেষে সকল গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর নাম উঠলো কাটার মাস্টার মুস্তাফিজের নাম।নিলামে মুস্তাফিজের নাম উঠার পর যা দেখা গেলো সেটা অনেকটা চোখ ধাঁধানোর মত।রীতিমতো ফ্রাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেলো মুস্তাফিজকে নিয়ে।অতঃপর অবিশ্বাস্য দামে বিক্রি হলেন মুস্তাফিজ।কত দামে বিক্রি হলেন মুস্তাফিজ?কোন দল কিনেছে মুস্তাফিজকে এবং কোন কোন দল বিড করেছিল মুস্তাফিজকে নিয়ে তা জানতে আমাদের সাথেই থাকুন।বিপিএল ২০২৬ এর পূর্ণাঙ্গ সমসুচি দেখুন এক নজরে।

মোস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ দাম কত

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০ মিনিটে নিলামে নাম উঠে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।তার ভিত্তি মুল্য নির্ধারণ করা হয়েছিল ২ কোটি রুপিতে যা কিনা আইপিএলের ভিত্তি মুল্যের সর্বোচ্চ ক্যাটগরি।নিলামে তার উঠার পর শুরুর দিকে কেউ বিড শুরু করছিলো না।এক মুহূর্তের জন্য বাংলাদেশি ভক্তরা হয়তো ভাবছিলো যে হয়তো গত সিজনের মত এই সিজনেও আনসোল্ড থেকে যাবে মুস্তাফিজ।কিন্তু কিছুক্ষণ পরেই বিড শুরু করল চেন্নাই ও দিল্লি।এই দু দল মিলে ৫ কোটি ২০ লক্ষ রুপি পর্যন্ত বিড করলো।৫ কোটি ২০ এর পরে নিজেদেরকে বিড থেকে সরিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।কিন্তু পরক্ষনেই চেন্নাই এর সাথে বিডে যুক্ত হয়ে গেলো সাকিব আল হাসানের পুরনো দল কোলকাতা নাইট রাইডার্স।অবশেষে এই বিড গিয়ে থামলো ৯ কোটি ২০ লক্ষ রুপিতে।হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স।দামি প্লেয়ারদের তালিকায় ৬ষ্ঠ স্থানে আছেন ফিজ।

আরও দেখুন: বিপিএল 2026 সকল দলের খেলোয়ার তালিকা।

আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কে 202৬

এবারের আসরে আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার হলেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার ক্যামেরুন গ্রিন।২৫ কোটি ২০ লক্ষ রুপিতে কোলকাতা নাইট রাইডার্স তাকে নিজেদের দলে ভিড়িয়ে নেয়।দামি প্লেয়ারদের তালিকায় টপ ৫ এ অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান।নিচে এবারের আইপিএলের সরবোচ্চ দামি প্লেয়ারদের লিস্ট দেওয়া হলো-

প্লেয়ারের নামমূল্যবাংলাদেশি মূল্যটিম
ক্যামেরুন গ্রিন₹25.20 Crপ্রায় ৩৪ কোটিKKR
মাথিশা পাথিরানা₹ 18 Crপ্রায় ২৪ কোটি ১৮ লক্ষKKR
প্রশান্ত ভির₹ 14.20 Crপ্রায় ১৯ কোটি ৮ লক্ষCSK
কার্তিক শর্মা₹ 14.20 Crপ্রায় ১৯ কোটি ৮ লক্ষCSK
লিয়াম লিভিংস্টোন₹ 13 Crপ্রায় ১৭ কোটি ৪৬ লক্ষSRH
মুস্তাফিজুর₹ 9.20 Crপ্রায় ১২ কোটি ৩৬ লক্ষKKR

মোস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ কোন দলে

কাটার মাস্টার দ্যা ফিজ ২০২৬ সালের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন।তাকে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে নিজেদের দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল।

আইপিএল বাংলাদেশি প্লেয়ার লিস্ট ২০২৬

বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে ৭ জন রয়েছে এবারের নিলামে।কিন্তু নিলামে ৭ জনের মধ্যে কেবল ৩ জনের নাম উঠেছে।সে ৩ জন হলেন মুস্তাফিজ,রিশাদ ও তাসকিন আহমেদ।মুস্তাফিজুর রহমান রেকর্ড দামে বিক্রি হলেও তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন আনসোল্ড থেকে গেছেন।বাকি ৪ জনের নাম নিলামে তোলা হয়নি।চলুন দেখে নিই কে সেই ৪ জন প্লেয়ার।

  • নাহিদ রানা
  • তানজিম হাসান সাকিব
  • রাকিবুল হাসান
  • শরীফুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *