জাওয়াদ আবরার ক্রিকেটার বাড়ি কোথায় ও ক্রিকেট ক্যারিয়ার

জাওয়াদ আবরার ক্রিকেটার বাড়ি কোথায়

আজ আমরা আলোচনা করব বাংলাদেশের তরুণ উদীয়মান ক্রিকেটার জাওয়াদ আবরার কে নিয়ে।তার বাড়ি কোথায়?তার পরিচয় কি? তার ক্রিকেট ক্যারিয়ার,বয়স ও পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের অনুচ্ছেদে।তাই জাওয়াদ আবরার সম্পর্কে সকল নির্ভুল তথ্য জানতে থাকুন আমাদের সাথেই।ক্রিকেটার হাসান মুরাদের বাড়ি কোথায় ও তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

ক্রিকেটার জাওয়াদ আবরার এর পরিচয়

বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে পরিচিত নাম জাওয়াদ আবরার।টপ অর্ডার ব্যাটিং এ বয়সভিত্তিক ক্রিকেটে বহুদিন ধরে আস্থার প্রতিদান দিয়ে আসছেন তিনি।২০২৪ সালের ডিসেম্বর মাসে ODI ফরম্যাটের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।মূলত সেই আসরের পারফর্মেন্স দিয়েই তিনি পরিচিত হন।বর্তমানে চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের পারফর্মেন্স দিয়ে আবারও লাইমলাইটে আসেন বাংলাদেশের এ তরুণ ওপেনার।গ্রুপ স্টেজের ৩ ম্যাচের ৩ টিতেই জিতে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।আর সেই ৩ ম্যাচের ২ টিতেই জাওয়াদ আবরার ম্যান অব দ্যা ম্যাচ হন।একটিতে তিনি আফগানিস্তানের সাথে ১১২ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং অপরটিতে নেপালের সাথে ৬৮ বলে ৭০ রান করেন।

আরও দেখুন: বিপিএল ২০২৬ পূর্ণাঙ্গ সময়সূচি

জাওয়াদ আবরার ক্রিকেটার বাড়ি কোথায়

জন্মসূত্রে জাওয়াদ আবরারের বাড়ি ঢাকায়।৭ নভেম্বর ২০০৬ সালে জাওয়াদ আবরার ঢাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে পুরো পরিবারসহ তিনি ঢাকা সিটির ধানমন্ডি এরিয়ায় বসবাস করছেন।তার পৈতৃক নিবাস ঢাকার ধানমন্ডি এলাকায়।তারা ঢাকায় স্থানীয়।

জাওয়াদ আবরার বয়স

ক্রিকেটার জাওয়াদ আবরারের বর্তমান বয়স ১৯ বছর।তার জন্ম ২০০৬ সালের ৭ নভেম্বর।

ক্রিকেটার জাওয়াদ আবরার শিক্ষাগত যোগ্যতা

জাওয়াদ আবরার রাজধানী প্রখ্যাত ইংরেজি মাধ্যম “ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল” থেকে তার একাডেমিক পড়াশোনা সম্পন্ন করেন।’O’ লেভেল এবং ‘A’ লেভেলের পড়াশোনাও সে একই স্কুল থেকে সম্পন্ন করেন।বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য “vertical horizon education” নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ পড়ছেন।

জাওয়াদ আবরার ক্রিকেট ক্যারিয়ার

NCL T20 লিগের মধ্যে দিয়ে বিভাগীয় পর্যায়ের ক্রিকেটে জাওয়াদ আবরারের হাতেখড়ি হয়।১৭ ডিসেম্বর ২০২৪ সালে ঢাকা ডিভিশনের হয়ে এনসিএলে তার অভিষেক হয়।পরবর্তীতে ২০২৫ সালের ৩রা মার্চ লিস্ট এ ক্রিকেটে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ডেবুট হয়।এছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তার অভিষেক হয়।তবে অভিষিক্ত ম্যাচে তেমন ভালো করতে পারেনি।মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।তবে যুব এশিয়া কাপ,রাইসিং এশিয়া কাপ সহ বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি নিয়মিত পারফর্ম করে আসছেন।বিষিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ আবিদ হোসাইন সামি বলেন,”যদি জাওয়াদ আবরার তার ভিতরের পটেনশিয়ালিটি ধরে রাখতে পারে,তাহলে সে বাংলাদেশের ওপেনারদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হবেন।”

জাওয়াদ আবরারের সাম্প্রতিক পারফর্মেন্স

ম্যাচরান
BAN U19 vs SL U1949(36)
BAN U19 vs NEP U1970(68)
BAN U19 vs AFG U19112(96)
BAN A vs IND A13(19)
BAN A vs SL A25(23)

জাওয়াদ আবরার পরিসংখ্যান

ম্যাচইনিংসরানHSগড়SR50100
লিস্ট এ১০১০৩৩০৭৫৩৩৯৫.৩2
t20১৭২৬২২৪.৫৭১১৫.৪1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *