প্রতিবন্ধী,বয়স্ক,গর্ভবতী ভাতা কবে দিবে ২০২৫। ভাতার অনলাইন আবেদন

ভাতা কবে দিবে ২০২৫

বহুল আকাঙ্ক্ষিত প্রশ্ন গর্ভবতী,প্রতিবন্ধী বয়স্ক ও ভাতা কবে থেকে দিবে ? নতুন করে কবে থেকে অনলাইনে ভাতার জন্য আবেদন করা যাবে ? এসব কিছু প্রশ্ন নিয়েই আমাদের আজকের নিউজ।বিস্তারিত জানতে হলে পুরো লেখাটি পড়ুন। আরো নতুন সংবাদ দেখুন

প্রতিবন্ধী ভাতা কবে দিবে 2025

দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতা দেওয়া বন্ধ আছে।মানুষ ব্যাকুল হয়ে উঠেছে জানার জন্য যে কবে থেকে দিবে প্রতিবন্ধী ভাতা।তো প্রতিবন্ধী ভাতা নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেছে সেটা হলো, অলরেডি ভাতার যে টোকেন সেটা রেডি হয়েছে।এখন পরবর্তী ধাপ হলো এই টোকেন গুলো বাংলাদেশ ব্যাংকে ট্র্যান্সফার করা।ট্র্যান্সফারের পরে বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে টোকেনের লিস্ট ধরে ধরে টাকা ভোক্তার কাছে পাঠাবে।কিন্তু এটি একটি ধীর গতির প্রক্রিয়া।

সরকারি একজন কর্মকর্তা ফোনালাপে জানিয়েছেন ,প্রতিবন্ধী ভাতার ব্যাপারটা বোর্ড সভায় মিনিস্ট্রির সকল ব্যক্তি সদস্যর উপস্থিতিতে প্রাথমিকভাবে অনুমোদন হয়ে আছে।এক মাসের মধ্যে ভোক্তারা সকলেই তাদের ভাতা পেয়ে যাবে।

বর্তমানে মাসিক ৯০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

গর্ভবতী ভাতা কবে দিবে ২০২৫

আই এম এস এর যান্ত্রিক ত্রুটির কারণে গর্ভবতী ভাতার টাকা দিতে বিলম্ব হয়েছিল।কিন্তু খুশির সংবাদ এই যে আই এম এস এর যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেটির সমস্যার সমাধান হয়েছে এবং গত ২০/১০/২০২৫ তারিখ বিকেল ৫ টা থেকে র্ভবতী ভাতার টাকা দেওয়া শুরু হইছে।

এখন অনেকেই মন্তব্য করছে যে তারা এখনো ভাতার টাকা পায়নি।কিন্তু পর্যবেক্ষণের বিষয় হচ্ছে যে বাংলাদেশে ৬৪ জেলায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ সুবিধা বঞ্চিত মানুষ আছে।ত সরকার চাইলেও একসাথে সবার টাকা দিতে পারে না।ধাপে ধাপে একেকটি জেলায় ভাতার টাকা প্রদান করা হবে।

যারা বিকাশের মাধ্যমে গর্ভবতী ভাতার টাকা পাচ্ছে তাদের ৮৫৫ টাকা এবং যারা ব্যাংকের এজেন্টের মাধ্যমে টাকা পাচ্ছে তাদের ৮৫০ টাকা করে দেওয়া হচ্ছে।

বয়স্ক ভাতা কবে দিবে ২০২৫

বর্তমানে বাংলাদেশে বয়স্ক ভাতা গ্রহনকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ এর মতন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বয়স্ক ভাতা ৫০ টাকা বৃদ্ধি করে ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু কবে থেকে বয়স্ক ভাতা প্রদান করা হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এই সম্পর্কে যেকোনো তথ্য পেলে আপডেট জানিয়ে দেয়া হবে।

ভাতার অনলাইন আবেদন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিসাখার অধীনে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রদানের অনলাইন আবেদন শুরু হয়েছে। এছাড়াও অনগ্রসর সমন্বিত শিক্ষা ভাতা, অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা , প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও চা শ্রমিকদের ভাতা প্রদানের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে।

আবেদনের কার্যক্রম ১৪ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে এবং চলবে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।তাই উপযুক্ত প্রার্থীদের মধ্যে যারা এখনো আবেদন করেননি অনুগ্রহ করে তাদেরকে উক্ত তারিখের ভিতরে https://dss.bhata.gov.bd/onlineapplication লিংকে গিয়ে আবেদন করে নিন।একসাথে অনেক মানুষ আবেদন করায় অধিকাংশ সময় সার্ভার ডাউন থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *