বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেফার ও রাফসান সাবাব

রাফসান সাবাব ও জেফার বিয়ে

জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেফারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কনটেন্ট ক্রিয়েটর ও টিভি রিয়েলিটি শো “হোয়াট এ শো” এর হোস্ট রাফসান সাবাব।১৪ জানুয়ারি রোজ বুধবার দুপুর ২ টা ১ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান রাফসান সাবাব নিজেই।এর আগে দীর্ঘ ৩ বছরের সংসার শেষে ২০২৩ সালের নভেম্বর মাসে রাফসান সাবাব তার প্রথম স্ত্রী এশা’র সাথে তার প্রথম সংসারের ইতি টানেন।ডিভোর্সের পরপরই রাফসানের সাথে জেফারের প্রেমের গুঞ্জন উঠে।তবে তা ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেন দুজনই।অবশেষে গুঞ্জনই সত্য হলো।বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে রাফসান ও জেফার।

আরও দেখুন:এনসিপি থেকে কেন পদত্যাগ করেছেন তাসনিম জারা

রাফসান সাবাবের প্রথম বিবাহ বিচ্ছেদের কারণ

২০২৩ সালে বিবাহ বিচ্ছেদের পরেই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রাফসান ও এশার বিবাহ বিচ্ছেদের কারণ কি তা নিয়ে।তখন গুঞ্জন উঠেছিল যে জেফারের সাথে প্রেমের সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়ন শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে সেটা ডিভোর্সে রুপ নেয়।রাফসান সাবাব ও এশার বিচ্ছেদের ঘটনা নিয়ে এশার এক ঘনিষ্ঠ বন্ধু তখন জানিয়েছিলেন যে,বিয়ের পর থেকেই রাফসান তার স্ত্রী এশার সাথে চিট করে আসছিলেন।তারপরেও এশা তাদের সম্পর্ক বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি।

আরেক সুত্র থেকে জানা গিয়েছিল যে,ডিভোর্সের ঘোষণা দেওয়ার প্রায় ১০ দিন আগে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে জেফার ও রাফসান কে একসাথে দেখা গিয়েছিল।সেই সময়ে তাদের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।কিন্তু এসব ঘটনা নিয়ে কোনো পক্ষই কোনোরকম মুখ খুলেনি।পেশায় তার প্রথম স্ত্রী সানিয়া এশা ছিলেন একজন চিকিৎসক।

বিবাহ বিচ্ছেদ নিয়ে রাফসান ফেসবুকে যে পোস্ট দিয়েছিল

২০২৩ সালের নভেম্বর মাসের ৯ তারিখ রাফসান সাবাব তার ভেরিফাইড ফেসবুক পেইজে তার বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।উক্ত পোস্টে তিনি লিখেন-

ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, এশার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্কের অবসান ঘটেছে। ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না, তবে দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমাদের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত পথ বলে মনে হয়েছে। তিন বছরের এই যাত্রার শেষটা আমি সম্মান ও সৌহার্দ্যের সাথেই করতে চাই। এই বিষয়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাদের জন্য শুভকামনা রাখবেন—এটাই আমার প্রত্যাশা।

শুভেচ্ছান্তে,
রাফসান

রাফসান সাবাব ও জেফার এর বিবাহ

আজ ১৪ জানুয়ারি রোজ বুধবার রাফসান সাবাব ও জেফারের বিবাহ সম্পন্ন হয়েছে।পূর্বে ঘোষণা দিয়েই তারা তাদের বিবাহ কার্য সম্পন্ন করেন।দুপুর ২ টা ১ মিনিটে রাফসান তার ফেসবুক পেইজে আনুষ্ঠানিক ভাবে বিয়ের খবর জানান।এ সময় তিনি লিখেন-

“আমাদের জীবনের এই নতুন যাত্রা শুরু করতে আপনাদের আশীর্বাদ কামনা করছি, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।
আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসাথে একটি সুন্দর নতুন অধ্যায়ে পা রাখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *