২০২৬ সালের (HSC) এইচএসসি পরীক্ষার নতুন সিলেবাস .pdf

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

NCTB বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস প্রকাশ করেছে।একইসাথে যেসকল শিক্ষার্থী অনিয়মিত,মানোন্নয়ন ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন তাদের জন্যও NCTB থেকে সিলেবাস প্রণয়ন করা হয়েছে।বিস্তারিত জানতে সাথেই থাকুন।২০২৫-২৬ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নতুন সিলেবাস

NCTB বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৬ সালের এইচএসসি বা আলিম বা সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসুচি বা ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে।করোনা পরবর্তী সময় থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে।তবে এ বছর থেকে সম্পূর্ণ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন এনসিটিবি অর্থাৎ বইয়ে অন্তর্ভুক্ত সকল চ্যাপ্টার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে।কিন্তু বাংলা বিষয়ের বোর্ড বইয়ে অনেক গুলো গদ্য,পদ্য দেওয়া থাকে।সবগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত না।যেগুলো ২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত সেগুলো নিচে দেওয়া হল-

বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্রে যেসকল গদ্য,পদ্য,নাটক ও উপন্যাস ২০২৬ সালের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো এক এক করে দেখানো হলো।

গদ্য

  1. বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন-(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
  2. অপরিচিতা-(রবীন্দ্রনাথ ঠাকুর)
  3. সাহিত্য খেলা-(প্রমথ চৌধুরী)
  4. বিলাসী-(শরৎচন্দ্র চট্টোপধ্যায়)
  5. অর্ধাঙ্গী-(বেগম রোকেয়া)
  6. যৌবনের গান-(কাজী নজরুল ইসলাম)
  7. জীবন ও বৃক্ষ-(মোতাহের হোসেন চৌধুরী)
  8. গন্তব্য কাবুল-(সৈয়দ মুজতবা আলী)
  9. মাসি-পিসি-(মানিক বন্দোপাধ্যায়)
  10. কপিলদাস মুর্মুর শেষ কাজ-(শওকত আলী)
  11. রেইনকোট-(আখতারুজ্জামান ইলিয়াস)
  12. নেকলেস-(গি দ্য মোপাসঁ)

পদ্য

  1. ঋতু-বর্ণন (আলাওল)
  2. বিভীষণের প্রতি মেঘনাদ-(মাইকেল মধুসূদন দত্ত)
  3. সুখ-(কায়কোবাদ)
  4. সোনার তরী-(রবীন্দ্রনাথ ঠাকুর)
  5. বিদ্রোহী-(কাজী নজরুল ইসলাম)
  6. সুচেতনা-(জীবনানন্দ দাশ)
  7. প্রতিদান-(জসীমউদ্দীন)
  8. তাহারেই পড়ে মনে-(সুফিয়া কামাল)
  9. পদ্মা-(ফররুখ আহমেদ)
  10. ফেব্রুয়ারি ১৯৬৯-(শামসুর রাহমান)
  11. আঠারো বছর বয়স-(সুকান্ত ভট্টাচার্য)
  12. প্রত্যাবর্তনের লজ্জা-(আল মাহমুদ)

উপন্যাস

লালসালু-(সৈয়দ ওয়ালীউল্লাহ)

নাটক

সিরাজউদ্দৌলা-(সিকান্দার আবু জাফর)

বাংলা ২য় পত্র

ব্যকরণ-(৩০ নম্বর): উচ্চারণ,বানান,ব্যাকরণিক শব্দশ্রেণি,উপসর্গ,বাক্যতত্ত্ব,সমাস,অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।

নির্মিত-(৭০ নম্বর): পারিভাষিক শব্দ,অনুবাদ,দিনলিপি,প্রতিবেদন,চিঠি বা আবেদনপত্র,সারাংশ বা সারমর্ম,ভাব-সম্প্রসারণ,সংলাপ,খুদে গল্প,রচনা।

অনিয়মিত ও মানোন্নয়ন ক্যাটাগরির শিক্ষার্থীদের সিলেবাস

যে সকল শিক্ষার্থী ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু এক বা একাধিক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি তাদের অনিয়মিত শিক্ষার্থী বলে গণ্য করা হয়।যে সকল শিক্ষার্থী পাশ করেছে কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারেনি তারা যদি আবার পরের বছর পরীক্ষা দেয় তাহলে সেসকল শিক্ষার্থীকে মানোন্নয়ন ক্যাটাগরির শিক্ষার্থী হিসেবে বিবিচনা করা হয়।

তো ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষা হবে ফুল সিলেবাসে।কিন্তু ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা তো হয়েছে শর্ট সিলেবাসে।এখন শিক্ষার্থীদের মনে প্রশ্ন দাড়িয়েছে যারা অনিয়মিত ও মানোন্নয়ন ক্যাটাগরি থেকে পরীক্ষা দেবে তারা কোন সিলেবাসে পরীক্ষা দিবে?

টেনশন করার কিছুই নেই।তাদের জন্য রয়েছে সুসংবাদ দিয়েছে NCTB।যারা অনিয়মিত ও মানোন্নয়ন ক্যাটাগরি থেকে পরীক্ষা দেবে তারা ২০২৫ সালের শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে এবং তাদের জন্য শর্ট সিলেবাস অনুযায়ী আলাদা প্রশ্ন তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *