প্রকাশিত হয়েছে ১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০২৫-২৬ সেশনের ভর্তি সার্কুলার।শুরু থেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা।এই অনিশ্চয়তার প্রধান কারণ হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন।অবশেষে সকল অনিশ্চয়তা অতিক্রম করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আজকে আমরা এই ভর্তি বিজ্ঞপ্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা,আবেদন ফি,ইউনিট ভিত্তিক যোগ্যতা,আবেদনের সময়সীমা,মানবন্টন,সিলেবাস,গুচ্ছে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা,আসন সংখ্যা,ভর্তি পরীক্ষার তারিখ,কেন্দ্র ইত্যাদি।যা একজন পরীক্ষার্থীর জন্য জানা আবশ্যক।হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫ ২০২৬
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন।এমন একটা সময়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সময়ে কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে।তাই সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে একটু বেগ পেতে হচ্ছে।এরই মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি সার্কুলার ও তারিখ প্রকাশ করেছে।যার মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্বাচনের আগে নির্ধারিত হয়েছে।গুচ্ছ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যেন ভর্তি পরীক্ষাটা নির্বাচনের আগে হয়।কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সাথে সমন্বয় করতে না পেরে এবং শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ হয়ে যায় এ কথা মাথায় রেখে তারা তাদের ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও দেখুন:জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ ২০২৫-২৬
১০ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার দুপুর ১২ টা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সেশনের আবেদন শুরু হবে যা শেষ হবে ২৪ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
বি.দ্র. এ বছর কোনো ভাবেই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছেন জিএসটি কর্তৃপক্ষ।তাই যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই উপর্যুক্ত সময়সীমার মধ্যে আবেদন কাজ সম্পন্ন করার জন্য বিষেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি কত
এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় সকল ইউনিটের জন্য আবেদন ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।যদিও আগের বছর গুলোতেও আবেদন ফি ১৫০০ টাকাই নির্ধারিত ছিল।আর শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ব্যবহারিক পরীক্ষায় (ড্রয়িং) অংশগ্রহণের জন্য অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে।
আরও দেখুন:জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫ ২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫-২০২৬
মোট ৩ টি ইউনিট A,B ও C ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ইউনিটের পরীক্ষা ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হয়।চলো তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে-
| ইউনিট | তারিখ | সময় |
|---|---|---|
| A ইউনিট | ১০ এপ্রিল ২০২৬ | সকাল ১১ টা থেকে ১২ টা |
| B ইউনিট | ৩ এপ্রিল ২০২৬ | সকাল ১১ টা থেকে ১২ টা |
| C ইউনিট | ২৭ মার্চ ২০২৬ | সকাল ১১ টা থেকে ১২ টা |
বিজ্ঞান ইউনিট অর্থাৎ A ইউনিটের যেসকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তে ইচ্ছুক তাদের একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।যা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০২৬ বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিভাগ পরিবর্তন
ভর্তি পরীক্ষার সময়ে অনেক শিক্ষার্থী এইচএসসি লেভেলে যে বিভাগ থেকে পড়াশোনা করে আসে সে বিভাগ থেকে ভর্তি পরীক্ষা না দিয়ে অন্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিতে চায়।যেমন ধরো করিম এইচএসসি লেভেলে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার সময় সে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চায়।কিন্তু দুঃখের বিষয় হলো অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম থাকলেও গুচ্ছে নিজের বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে পরীক্ষা দেওয়ার নিয়ম নাই।তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সকল বিষয়ের উপর সাবজেক্ট চয়েস দিতে পারবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি
কেবলমাত্র MCQ পদ্ধতিতে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কোনো ধরনের লিখিত বা মৌখিক পরীক্ষা গুচ্ছে নেওয়া হয় না।তবে যারা আর্কিটেকচার বিভাগে পড়তে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য)।প্রতিটি MCQ ভুল উত্তরের জন্য ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কর্তন করা হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন
জিএসটি বা গুচ্ছে মোট ৩ টি ইউনিট রয়েছে।প্রত্যেকটি ইউনিটের মানবন্টন আলাদাভাবে এখানে উল্লেখ করা হলো-
A ইউনিট
বিজ্ঞান ইউনিট বা A ইউনিটে মোট ৪ টি বিষয়ে উত্তর দিতে হবে।প্রত্যেকটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ২৫ নম্বর (২৫*৪=১০০)।এক্ষেত্রে এই ৪ টি বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে।তবে কেউ যদি চায় গণিত ও জীববিজ্ঞান বিষয়ের মধ্যে যে বিষয়টি তার এইচএসসি পরীক্ষায় মেইন সাবজেক্ট হিসেবে ছিল কেবল সেই সাবজেক্টে উত্তর দিতে পারবে এবং যে সাবজেক্ট অপশনাল হিসেবে ছিল সেটার পরিবর্তে বাংলা/ইংরেজির মধ্যে যেকোনো একটা বিষয়ে উত্তর দিতে পারবে।
| বিষয় | নম্বর |
|---|---|
| পদার্থবিজ্ঞান | ২৫ |
| রসায়ন | ২৫ |
| গণিত/জীববিজ্ঞান | ২৫ |
| বাংলা/ইংরেজি | ২৫ |
| মোট | ১০০ |
B ইউনিট
| বিষয় | নম্বর |
|---|---|
| ইংরেজি | ৩৫ |
| বাংলা | ৩৫ |
| সাধারণ জ্ঞান | ৩০ |
| মোট | ১০০ |
C ইউনিট
| বিষয় | নম্বর |
|---|---|
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩৫ |
| হিসাববিজ্ঞান | ৩৫ |
| ইংরেজি | ১৫ |
| বাংলা | ১৫ |
| মোট | ১০০ |
গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৫ ২০২৬
যে সকল শিক্ষার্থী ২০২১,২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থী কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ইউনিটভিত্তিক যোগ্যতা
প্রতিটি ইউনিটের জন্য জিপিএ যোগ্যতা আলাদা।কোন ইউনিটে পরীক্ষা দিতে কেমন জিপিএ লাগে-
A ইউনিট
যে সকল শিক্ষার্থী A ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে প্রথমত বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এছাড়াও এসএসসি বা সমমান পরীক্ষায় ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে।
B ইউনিট
যে সকল শিক্ষার্থী B ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে প্রথমত মানবিক বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এছাড়াও এসএসসি বা সমমান পরীক্ষায় ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে।
C ইউনিট
যে সকল শিক্ষার্থী C ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে প্রথমত বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এছাড়াও এসএসসি বা সমমান পরীক্ষায় ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.২৫ থাকতে হবে।
জিসিই এর ক্ষেত্রে
- ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ৩ টি বিষয়ে B গ্রেড থাকতে ও মোট ৫ টি বিষয়ে পাস করতে হবে।
- ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ২ টি বিষয়ে B গ্রেড থাকতে ও মোট ৩ টি বিষয়ে পাস করতে হবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৫-২৬
এ বছর জিএসটি গুচ্ছভুক্ত মোট ১৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে।২০২৩-২৪ সেশনে গুচ্ছে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয় ছিল।যেখানে সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন সংখ্যা ছিল ২০ হাজার ৩৫০ টি।কিন্তু ২৪-২৫ সেশন থেকে ৫ টি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ায় আসন সংখ্যা অনেকটাই কমে গেছে।এ বছরেও অংশ নিচ্ছে না সেই ৫ টি বিশ্ববিদ্যালয়।ফলে বর্তমানে জিএসটিতে মোট আসন সংখ্যা কমে গিয়ে দাড়িয়েছে ১৩,৬৮৭ তে।চলুন দেখে নিই কোন ইউনিটে কয়টি আসন রয়েছে-
| ইউনিট | আসন সংখ্যা |
|---|---|
| A ইউনিট (বিজ্ঞান) | ৮২৯৭ |
| B ইউনিট (মানবিক) | ২৭৬১ |
| C ইউনিট (বাণিজ্য) | ২৪৪৯ |
| চারুকলা+ফিল্ম+মিউজিক | ২০০ |
| মোট আসন সংখ্যা | ১৩৬৮৭ |
গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মোট ২১ টি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করা রয়েছে যেখানে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা।কারণ এই ২১ টি কেন্দ্রের মধ্যে ১৫ টি কেন্দ্রের সিট সংখ্যা লিমিটেড এবং বাকি ৬ টির সিট সংখ্যা আনলিমিটেড।
তাই যে সকল শিক্ষার্থী নিজের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে চায় তাদেরকে অবশ্যই আবেদন শুরুর কয়েকদিনের মধ্যেই আবেদন করে ফেলতে হবে।কারণ ১৫ টি কেন্দ্রে সিট লিমিটেড।কোনো কেন্দ্রে সিট শেষ হয়ে গেলে সেই কেন্দ্রের অপশন আর থাকবে না।
৬ টি কেন্দ্রে সিট আনলিমিটেড।এগুলোতে যেকোনো সময় আবেদন করলে সিট পাওয়া যাবে।তাহলে চলো প্রথমে দেখে আসি কোন কোন কেন্দ্রে সিট আনলিমিটেড এবং যেকোনো সময় আবেদন করলে সিট পাওয়া যাবে।
আনলিমিটেড সিট আছে যে সকল কেন্দ্রে
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
- ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
- বরিশাল বিশ্ববিদ্যালয়,বরিশাল।
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী।
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা।
লিমিটেড সিট আছে যে সকল কেন্দ্রে
| কেন্দ্র | কেন্দ্রের আসন সংখ্যা |
|---|---|
| ঢাকা বিশ্ববিদ্যালয় | ২৫০০০ |
| রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ১১২৫৬ |
| জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | ১০৫০০ |
| রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ | ৮০০০ |
| যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৭৫০০ |
| পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৭০০০ |
| গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৪৫০০ |
| সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৪২০০ |
| ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,গাজীপুর | ৪২০০ |
| জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৩৫০০ |
| কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় | ৩০০০ |
| চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৭০০ |
| নেত্রকোনা বিশ্ববিদ্যালয় | ২৫০০ |
| পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ১৫০০ |
| চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় | ১৫০০ |
উপরে উল্লিখিত ২১ টি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।তাই পছন্দের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন শুরু হওয়ার কয়েকদিনর মধ্যে আবেদন করে ফেলা উত্তম।আগে আবেদন করলে আগে সিট পাবে।পরে কোনো কেন্দ্রের নির্ধারিত আসন সংখ্যা শেষ হলে সেই কেন্দ্রটি পরীক্ষার কেন্দ্রের তালিকায় পাওয়া যাবে না।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা 2025 26
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে ৫ টি বিশ্ববিদ্যালয় বের হয়ে যায়।তাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১৯ টি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত থাকবে।চলুন দেখে নেই এই ১৯ টি বিশ্ববিদ্যালয় কোনগুলো-
- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ।
- কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি।
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।
- পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ।
- ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, গাজীপুর।
গুচ্ছ থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়
যে ৫ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়েছে-
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
- খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তথা NCTB কর্তৃক এইচএসসি বা সমমান পরীক্ষা ২০২৫ সিলেবাস অনুসারে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল শর্ট সিলেবাসে।তার মানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসেই অনুষ্ঠিত হবে।
গুচ্ছে কি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়
না,গুচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না।এইচএসসি বা সমমান পরীক্ষায় যে বিভাগ থেকে পড়ালেখা করেছে সেই বিভাগ থেকেই ভর্তি পরীক্ষা দিতে হবে। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাইলে অন্য বিভাগের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে।
গুচ্ছে কি নেগেটিভ মার্কিং আছে
হ্যা,আছে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর প্রাপ্ত মোট নম্বর থেকে কর্তন করা হবে।
গুচ্ছে কি সেকেন্ড টাইম আছে
হ্যাঁ।গুচ্ছে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে।
গুচ্ছে সেকেন্ড টাইমারদের কি নম্বর কাটা হয়
না।সেকেন্ড টাইমারদের আলাদাভাবে নম্বর কাটা হয় না।
গুচ্ছে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায়
না।
গুচ্ছে কি আলাদা পাশ করতে হয়
না।গুচ্ছে প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হয় না।সব সাবজেক্ট মিলিয়ে মোট ৩০ নম্বর পেলেই পাস।
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কোন বই পড়তে হবে
প্রথমেই একটা সহজ কথা বলি,তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভর্তি হয়েছো সেখান থেকে তারা তোমাদেরকে বেশ অনেকগুলো ভর্তি পরীক্ষা সহায়ক বই ও বিগত বছরের প্রশ্নব্যাংক দিবে।তুমি যদি সেই কোচিং এর ক্লাসগুলো ভালোভাবে করো,ভর্তি সহায়ক বইগুলো ভালোভাবে পড়ো ও বেশি বেশি প্রশ্নব্যাংক সল্ভ করো তাহলে সেটাই তোমার প্রস্তুতির জন্য যথেষ্ট।
কিন্তু যেসকল শিক্ষার্থী কোনো কোচিং এ ভর্তি হয় নাই।বাসায় নিজেরাই ভর্তি প্রস্তুতি নিচ্ছে তারা কি কি বই পড়তে পারে সেটাই মূল আলোচ্য বিষয়।
A ইউনিট
পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে মূল বইয়ের কোনো বিকল্প নেই।তাই মূল বই সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা থাকা দরকার।
এবার আসো বাজারে ভর্তি সহায়ক যে বইগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কোনগুলো বেস্ট হতে পারে তোমাদের জন্য সেটা দেখে নেওয়া যাক-
- পদার্থবিজ্ঞান:Physics Plus/Aspect Physics/পদার্থ বিচিত্রা
- রসায়ন:Chemistry Plus/রসায়ন বিচিত্রা
- গণিত:Math Plus/Aspect Math/গণিত বিচিত্রা
- জীববিজ্ঞান:Biology Plus/জীববিজ্ঞান বিচিত্রা+মূল বই (আবশ্যিক)
B ইউনিট
- বাংলা:৯ম ও ১০ম শ্রেণির ব্যকরণ বোর্ড বই +মূল বই+অভিযাত্রী/বাংলা বিচিত্রা
- ইংরেজি: Master ইংরেজি বইটা ভালোভাবে প্র্যাকটিস করলেই যথেষ্ট
- সাধারণ জ্ঞান:জুবায়ের’স GK/খন্দকার GK
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান:কারেন্ট অ্যাফেয়ার্স বা সদ্য প্রকাশিত যেকোনো বই।
C ইউনিট
- বাংলা:৯ম ও ১০ম শ্রেণির ব্যকরণ বোর্ড বই +মূল বই+অভিযাত্রী/বাংলা বিচিত্রা
- ইংরেজি: Master ইংরেজি বইটা ভালোভাবে প্র্যাকটিস করলেই যথেষ্ট
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা:ব্যবসা সংগঠন বিচিত্রা
- হিসাব বিজ্ঞান:হিসাববিজ্ঞান বিচিত্রা

