এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা।এতদিন তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন এবং এনসিপি থেকে ঢাকা ৯ আসনের এমপি পদপ্রার্থী ছিলেন।তবে ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে ভোটে অংশগ্রহণ করবেন না।এ নিয়ে বিস্তারিত থাকছে মূল প্রতিবেদনে।গাজীপুর ৬ আসনে বিএনপি থেকে কে মনোনয়ন পেলেন জানতে হলে দেখুন।
এনসিপি থেকে কেনো পদত্যাগ করলেন ডাক্তার তাসনিম জারা
এ ব্যাপারে তিনি তার ফেওবুকে দেওয়া পোস্টে কোনো উল্লেখযোগ্য কারণ তুলে ধরেনি।এনসিপি থেকে নির্বাচন না করার কারণ বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন-বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি এবার এনসিপি থেকে নির্বাচন করবেন না।
আরও দেখুন: নির্বাচনের কারণে পেছানো হলো বিশ্ব ইজতেমার তারিখ।
ফেসবুকে দেওয়া তাসনিম জারার পোস্ট
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজের ফেসবুক ওয়ালে আনুষ্ঠানিক ভাবে এনসিপি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।এ সময় তিনি নিজের করা ফেসবুক পোস্টে লেখেন-
“প্রিয় খিলগাঁও,সবুজবাগ ও মুগদাবাসী।আমি আপনাদের ঘরের মেয়ে।খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে উঠা।আমার ইচ্ছা ছিল একটি রাজনৈতিক দল থেকে সংসদে গিয়ে আমার আসনের মানুষের ও দেশের সেবা করা।তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সাংস্কৃতিক গড়ার জন্য আমি লড়বো।পরিস্থিতি যাই হোক আমি আমার ওয়াদা রক্ষার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তাই এই নির্বাচনে আমি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করব।”
এসময় তিনি আরও দুটি বিষয় উল্লেখ করেন।একটি হলো যেহেতু তিনি একটি রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাই আইনের নিয়ম অনুযায়ী তার আসনের মোট ৪৬৯৩ জনের স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন।যেহেতু মাত্র ১ দিনে এ স্বাক্ষর গ্রহণ করা অনেক কষ্টসাধ্য সেহেতু তিনি সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়েছেন যারা এ কাজে তাকে সাহায্য করতে পারবে।যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে Dr Jara for Dhaka 9 | Polling Day Team গ্রুপে জয়েন হতে অনুরোধ করেছেন।
আর দ্বিতীয়ত তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো,কিছুদিন আগে নির্বাচনী কাজে সহায়তা করার জন্য অনেকেই তাকে ডোনেট করেছেন।এখন যেহেতু তাসনিম জারা তার সিদ্ধান্ত বদল করেছেন,সেহেতু কেউ যদি চায় তাহলে সে তার ডোনেট করা অর্থ ব্যাক পাবে।এজন্য তাদের এই ফর্মটি পূরণ করতে হবে।বলে রাখা ভালো যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন কেবল তারাই এই ফর্ম পুরণের টাকা ব্যাক পাবে।আর যারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তাদেরকে কি প্রক্রিয়ায় টাকা ব্যাক করা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি।খুব শীঘ্রই জানানো হবে।
এনসিপি কি নিবন্ধন পেয়েছে
হ্যাঁ।গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দেওয়া হয়েছে।
এনসিপি কি জামাতের সাথে যোগ দিয়েছে
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতের সাথে যোগ দিয়েছে।জামায়াত এনসিপির জন্য ২৫ টি আসন ছেড়ে দিয়েছে।
এনসিপি কি শাপলা প্রতীক পেয়েছেন
না।সরাসরি শাপলা প্রতীক পায় নি।তবে “শাপলা কলি” প্রতীক এনসিপিকে দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি প্রধান কে
এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।মূলত নাহিদ ইসলাম বর্তমানে এনসিপিকে নেতৃত্ব দিচ্ছেন।

