২০২৬ সালের ২৬ শে মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৯ তম আসর।এই আসরকে সামনে রেখেই ১৬ ই ডিসেম্বর ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার আবুধাবির এতিহাদ আরেনায় অনুষ্ঠিত হয়ে গেলো আইপিএলের মিনি অকশন।এইবারের অকশনে সবচেয়ে বেশি প্লেয়ার ক্রয় করেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এবং বলা হচ্ছে এই অকশন থেকে সবচেয়ে সেরা দল নাকি তারাই বানিয়েছেন।তো চলুন দেখে নিই ২০২৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়ার তালিকা।কলকাতা নাইট রাইডার্স রেকর্ড মুল্যে কিনলেন মুস্তাফিজুর রহমান কে।
কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় 2026
আইপিএলের নিয়ম অনুযায়ী যেকোনো দল ম্যাক্সিমাম ২৫ জন প্লেয়ারকে তাদের দলে নিতে পারবে এবং এই ২৫ জন প্লেয়ারের মধ্যে সর্বোচ্চ ৮ জন বিদেশি প্লেয়ার কিনা যাবে।আর কলকাতা নাইট রাইডার্স ৮ জন বিদেশি প্লেয়ার সহ মোট ২৫ জন খেলোয়াড় কিনে তাদের কোটা পূরণ করেছে।এবারের আসরের বিদেশি প্লেয়ারের মধ্যে সবচেয়ে দামি দামি প্লেয়ার কলকাতা টিমের কাছেই।তো দেখা যাক আইপিএলের ১৯ তম আসরে কলকাতার দল কেমন হলো-
ব্যাটসম্যান
- অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
- রিংকু সিং
- মানিশ পাণ্ডে
- রাহুল ত্রিপাঠী
- অঙ্গকৃষ রঘুবংশী
অলরাউন্ডার
- ক্যামেরুন গ্রীন✈️
- সুনীল নারিন✈️
- রভম্যান পাওয়েল✈️
- অনুকূল রয়
- রাচীন রবীন্দ্র✈️
- রমনদীপ সিং
- দাক্শ কামরা
- সার্থক রঞ্জন
আরও দেখুন: বিপিএল ২০২৬ পূর্ণাঙ্গ সময়সূচি
উইকেট কিপার ব্যাটসম্যান
- ফিন অ্যালেন✈️
- টিম সেইফার্ট✈️
- তেজস্বী সিং
বোলার
- মুস্তাফিজুর রহমান✈️
- মাথিসা পাথিরানা✈️
- বরুণ চক্রবর্তী
- কার্তিক তিয়াগী
- হার্ষিত রানা
- আকাশ দীপ
- উমরান মালিক
- বৈভব আরোরা
- প্রশান্ত সোলাঙ্কি
KKR নিলাম থেকে কেনা খেলোয়াড় তালিকা 2026
২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিরোপা অর্জন করলেও ২০২৫ সালের আইপিএলে খারাপ পারফর্মেন্স করে তারা।পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল ৮ ।তাই এবছর তারা গত সিজনের মাত্র ১২ জন প্লেয়ার ধরে রেখে বাকি ১৩ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।এবছর মিনি নিলাম অনুষ্ঠিত হবে বিধায় বাকি ৯ টি দলের কেউ এত পরিমাণ প্লেয়ার ছাড়েনি কলকাতার মতো।মূলত কেকেআর এর টার্গেট ছিল মিনি নিলাম থেকে মোটামুটি নতুন একটা দল গোছানোর, যাতে আগের বছরের মতন এ বছর পস্তাতে না হয়।যেহেতু তারা প্লেয়ার ছেড়েছে বেশি তাই তাদের একাউন্টে টাকাও ছিল বেশি।আর সেই টাকা দিয়ে এই আসরের সবচেয়ে দামি দামি প্লেয়ারদেরকে তারা নিজেদের দলে ভিড়িয়েছে।চলুন দেখে নিই অকশন থেকে কলকাতা কাদের কিনেছে-
| প্লেয়ার | মূল্য |
|---|---|
| ক্যামেরুন গ্রীন✈️ | ₹25.20 Cr |
| মাথিসা পাথিরানা✈️ | ₹ 18 Cr |
| মুস্তাফিজুর রহমান✈️ | ₹ 9.20 Cr |
| তেজস্বী সিং | ₹ 3 Cr |
| ফিন অ্যালেন✈️ | ₹ 2 Cr |
| রাচীন রবীন্দ্র✈️ | ₹ 2 Cr |
| টিম সেইফার্ট✈️ | ₹ 1.5 Cr |
| আকাশ দীপ | ₹ 1 Cr |
| রাহুল ত্রিপাঠী | ₹ 75 Lakh |
| কার্তিক তিয়াগী | ₹ 30 Lakh |
| সার্থক রঞ্জন | ₹ 30 Lakh |
| প্রশান্ত সোলাঙ্কি | ₹ 30 Lakh |
| দাক্শ কামরা | ₹ 30 Lakh |
কেকেআর রিটেনশন লিস্ট 2026
এই আসরে সবচেয়ে কম প্লেয়ার রিটেইন করেছে কলকাতা।গত বছর ভালো পারফর্ম করতে না পারায় ১৩ জনকে ছেটে মাত্র ১২ জনকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল।চলুন দেখে নিই কাদেরকে এই আসরের জন্য কত টাকার বিনিময়ে ধরে রাখা হয়েছে –
| প্লেয়ার | মূল্য |
|---|---|
| রিংকু সিং | ₹ 13 Cr |
| বরুণ চক্রবর্তী | ₹ 12 Cr |
| সুনীল নারিন✈️ | ₹ 12 Cr |
| হার্ষিত রানা | ₹ 4 Cr |
| রমনদীপ সিং | ₹ 4 Cr |
| অঙ্গকৃষ রঘুবংশী | ₹ 3 Cr |
| বৈভব আরোরা | ₹ 1.80 Cr |
| রভম্যান পাওয়েল✈️ | ₹ 1.80 Cr |
| অজিঙ্কা রাহানে | ₹ 1.50 Cr |
| উমরান মালিক | ₹ 75 Lakh |
| মানিশ পাণ্ডে | ₹ 75 Lakh |
| অনুকূল রয় | ₹ 40 Lakh |
কেকেআর রিলিজ প্লেয়ার ২০২৬
২০২৬ সালের আইপিএলের আগে কলকাতা যে সকল প্লেয়ারকে রিলিজ করেছে তারা হলেন-
- আন্দ্রে রাসেল
- কুইন্টন ডি কক
- রাহমানুল্লাহ গুরবাজ
- ভেঙ্কটেশ আইয়ার
- মইন আলি
- চেতান সাকারিয়া
- অ্যানরিখ নরকিয়া
- লুভনিথ সিসোদিয়া
- স্পেন্সার জনসন
- মায়াঙ্ক মার্কান্ডে
কলকাতা নাইট রাইডার্স কোচ 2026
- অভিষেক নায়ার (হেড কোচ)
- শেন ওয়াটসন (সহকারী কোচ)
- টিম সাউদি (বোলিং কোচ)
- ডিজে ব্রাভো (মেন্টর)
- ক্রিস ডোনাল্ডসন (স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ)
- সাগর ভি এম (সহকারী স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ)
- আদ্রিয়ান ওয়েন বেন্টলি (টিম ম্যানেজার)
- নাথান লিমন (টিম অ্যানালিস্ট)
- প্রশান্ত পঞ্চদা (ফিজিও থেরাপিস্ট)
- অভিষেক অশোক (সহকারী ফিজিও থেরাপিস্ট)
- শুভজিত দাস (ম্যাসাজ থেরাপিস্ট)
কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন কে ২০২৬
অজিঙ্কা রাহানে ২০২৫ সালে কেকেআরে যোগদান করার পর অভিজ্ঞতা বিবেচনায় তাকেই ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়।আইপিএলের ২০২৬ মৌসুমেও তাকেই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স এর মালিক
কেকেআর এর মালিকানায় ২ টি কোম্পানি শেয়ারে রয়েছে।
- নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড
- মেহতা গ্রুপ

